বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আরেকটি মার্কিন জাহাজে হামলা চালিয়েছে হুথিরা

ইয়েমেনের হুথিরা এডেন উপসাগরে নতুন করে একটি মার্কিন পন্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি আমেরিকার সরকার অকুণ্ঠ সমর্থন দেয়ার কারণে মার্কিন জাহাজে এই হামলা হলো।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, এডেন উপসাগরে অবস্থান করার সময় ‘কেম রেঞ্জার’ নামে ওই জাহাজে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি সরাসরি মার্কিন জাহাজে আঘাত হেনেছে।

গত দুই মাস ধরে ইয়েমেনের হুথিরা ইহুদিবাদী ইসরাইলের বহু জাহাজে এবং ইসরাইল অভিমুখী বেশকিছু জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া, ইসরাইলের অন্তত একটি জাহাজ আটক করেছে।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেনের হুথি যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী এসব হামলা চালাচ্ছে।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img