বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সিরিয়াতে ইসরাইল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে এবং দায়েশকে পুনরুজ্জীবিত হতে দেওয়া হবে না: এরদোগান

সিরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কতৃক সমর্থিত কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী ‘পিকেকে’ এবং ‘দায়েশের’ উপস্থিতি কোনভাবেই মেনে নেবে না তুরস্ক বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আঙ্কারায় ইয়রোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরদোগান।

এরদোগান বলেন, “ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র তুরস্কই এই দুটি সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করেছে। আর এদের মোকাবেলার সক্ষমতা শুধুমাত্র তুরস্কেরেই রয়েছে।”

তিনি আরো বলেন, “সিরিয়াতে সন্ত্রাসী গোষ্ঠী দুটোকে কখনোই পুনরুজ্জীবিত হতে দেবে না তুরস্ক। আমাদের এই অঞ্চলে পিকেকে, দায়েশ ও তার সমর্থিত দল গুলোর কোন ভবিষ্যৎ নেই।”

প্রসঙ্গত, সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পর বেশ বড় পরিসরে পিকেকে’র বিরুদ্ধে হামলা চালিয়েছে আঙ্কারা। এতে সন্ত্রাসী গোষ্ঠীর বেশ কয়েকটি অস্ত্রগুদাম ধ্বংস করা হয়েছে। এছাড়াও নিহত হয়েছে বেশ কয়েকজন।

বৈঠকে, পিকেকে ও দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন ও এরদোগান।

উল্লেখ্য, সিরিয়াতে কুর্দি ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন। তবে সন্ত্রাসী গোষ্ঠীটিকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বেশ কয়েক বছর ধরে এমন অভিযোগ করে আসছে তুরস্ক।

সূত্র: ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img