সিরিয়ার অত্যাচারী শাসক বাশার আল আসাদের পতনের পর পরই তুরস্ক সফর করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন। এই সফরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভূয়সি প্রশংসা করেছেন তিনি। তুর্কি প্রেসিডেন্টের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলছেন, “আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে মৌলিক ভূমিকা রয়েছে তুরস্কের”
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকে সিরিয়ার সন্ত্রাসী সংগঠনগুলো দমনের বিষয়েও আলোচনা করেন উভয় নেতা।
প্রসঙ্গত, সিরিয়াতে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটিয়েছে তুরস্ক। এরপর থেকে সিরিয়াতে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এরদোগানের সাথে বৈঠক করতে দেখা গিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশকে।
উল্লেখ্য, সিরিয়ার উপর এখনো নিষেধাজ্ঞা জারি রেখেছে ইউরোপীয় ইউনিয়ন সহ মার্কিন যুক্তরাষ্ট্র। সংখ্যালঘু ও নারী অধিকার সংরক্ষিত করার শর্তে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস।
সূত্র: ডেইলি সাবাহ