ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব রয়েছে তা কাজে লাগিয়ে গাজ্জা উপত্যকায় চলমান আগ্রসন বন্ধ করতে বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
রবিবার (১৭ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেনকে এক ফোনালাপে এ আহ্বান জানান তিনি।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, বৈশ্বিক আঞ্চলিক ও আঙ্কারা এবং ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এ দুই নেতা
চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে আলোচনার সময় গাজ্জা উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরের পরিস্থিতির অবনতি ঘটছে বলে উল্লেখ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে এসব হামলা বন্ধ করতে ইসরাইলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ করার আহ্বান জানান হাকান ফিদান।
এছাড়াও একটি সম্পূর্ণ যুদ্ধ বিরোধী প্রতিষ্ঠার জন্য দখলদার ইসরাইলকে আলোচনার টেবিলে আনার প্রচেষ্টার উপর জোর দিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে দ্বী-রাষ্টীয় সমাধানের কথাও বলেন ফিদান।
সূত্র: মিডল ইস্ট মনিটর