রাশাদ হোসাইনকে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক দূত হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। এটি আমেরিকার ইতিহাসে মুসলিম হিসেবে প্রথম দায়িত্ব পেলেন রাশাদ হোসাইন। এর আগে জুলাইয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশাদকে এ পদের জন্য মনোনয়ন দেন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সিনেটে এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এই পদে নিযুক্ত হন রাশাদ হোসাইন।এতে রাশাদের নিয়োগের বিষয়টি পাস হয় ৮৫-৫ ভোটে।
এর আগে রাশাদ অরগানিজেশন অব ইসলামিক করপোরশেনে (ওআইসি) আমেরিকার বিশেষ দূত, কৌশলগত সন্ত্রাসদমনবিষয়ক বিশেষ দূত এবং বারাক ওবামার প্রশাসনে হোয়াইট হাউস কাউন্সিলের উপসহযোগী ছিলেন।
সিনেটের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা আমেরিকার বৃহত্তম সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।