শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ভারতে বিজয় দিবসের অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর নাম না নেওয়ায় রাহুল-প্রিয়াঙ্কার ক্ষোভ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম না নেওয়ায় দেশটির ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

রাহুল গান্ধী বলেন, দিল্লিতে বাংলাদেশের যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ ছিল না। যে নারী এই দেশের জন্য ৩২টি বুলেট শরীরে নিয়েছিলেন, তার নাম আমন্ত্রণপত্রে ছিল না, কারণ সত্যকে ভয় পায় মোদি সরকার। ১৯৭১ সালে যুদ্ধের সময় ক্ষমতায় কংগ্রেস প্রধান ছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। এ অনুভূতি কেমন তা বোঝানো যাবে না। যে পরিবারগুলো দেশের জন্য ত্যাগ স্বীকার করেনি তারা এটা অনুভব করতে পারবে না।

শনিবার (১৮ ডিসেম্বর) ভারতের উত্তরখণ্ডে এক সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এসব কথা বলেন।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক টুইট বার্তায় লিখেছেন, আমাদের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে বিদ্বেষবাদী বিজেপি সরকার পঞ্চাশ বছরের বিজয় দিবসের উৎসব অনুষ্ঠান থেকে বাদ দিয়েছে। এটি সেই দিন যেদিন তার নেতৃত্বে ভারত বিজয়ের নেতৃত্ব দিয়েছিল আর বাংলাদেশকে স্বাধীন করেছিল। নরেন্দ্র মোদি জি… নারীরা আপনার নোংরামি বিশ্বাস করে না। আপনার পৃষ্ঠপোষকতামূলক মনোভাব অগ্রহণযোগ্য। এখন সময় এসেছে নারীদের তাদের প্রাপ্য দেওয়া শুরু করেন- বলেন প্রিয়াঙ্কা।

টুইটের সঙ্গে প্রিয়াঙ্কা চারটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। যার মধ্যে একটি ছবিতে ইন্দিরা গান্ধী একজন আহত সৈনিকের সঙ্গে ও সশস্ত্র বাহিনীর অফিসারদের সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া অপর একটি ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা গেছে ইন্দিরা গান্ধীকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img