মঙ্গল গ্রহের গিরিখাতে (গ্র্যান্ড ক্যানিয়ন) পানির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা।
মঙ্গলকে প্রদক্ষিণকারী অরবিটারের মাধ্যমে এ পানির খোঁজ পেয়েছেন তারা। এদিকে গ্রহটিতে অপ্রত্যাশিত আগ্নেয়গিরির সন্ধান পেয়েছে নাসার নভোযান রোভার।
২০১৬ সালে ইউরোপীয় স্পেস এজেন্সি এবং রোসকসমসর যৌথভাবে চালু করে ‘দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’ মিশন। এর আওতায় মঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন ‘ভ্যালেস মেরিনারিস’-এ পানির অস্তিত্ব শনাক্ত হলো।
মঙ্গলের ‘ভ্যালেস মেরিনারিস’ গিরিখাত আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের গিরিখাত ‘গ্র্যান্ড ক্যানিয়ন’র চেয়ে ১০ গুণ দীর্ঘ, ৫ গুণ গভীর ও ২০ গুণ প্রশস্ত। গ্র্যান্ড ক্যানিয়ন দৈর্ঘ্যে ২৭৭ মাইল, প্রস্থে সর্বোচ্চ ১৮ মাইল ও সর্বোচ্চ গভীরতা ১ মাইলেরও বেশি।
সূত্র: সিএনএন