আফগানিস্তানের ইসলামী ক্যারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন দেশটির সরকার।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) আফগান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ্ মুনির এ ঘোষণা দেন।
তিনি বলেন, ইসলামী আমিরাত মেয়েদের শিক্ষার বিরোধী নয়। শিক্ষার সুযোগ মেয়েদের ইসলামী ও আইনগত অধিকার। ইসলাম এবং আফগান ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মেয়েদের নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য ইসলামিক স্কলাররা কাজ করে যাচ্ছেন।
শিক্ষকদের বকেয়া বেতনের ব্যাপারে আফগান শিক্ষামন্ত্রী নুরুল্লাহ্ মুনির বলেন, তালেবান এই বিষয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে ইউনিসেফ ঘোষণা করেছিল তারা সরাসরি আফগান শিক্ষকদের অর্থায়ন করবে এবং তাদের বেতন মিটিয়ে দেবে।