শুক্রবার | ১৮ জুলাই | ২০২৫

বেগম খালেদা জিয়া তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন: শামসুজ্জামান দুদু

spot_imgspot_img

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমি কাউকে ছোট করছি না। আমাদের যে রাজনীতির দৈন্যতা, স্বপ্নের দৈন্যতা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দেশের অহংকার তিনি তিলে তিলে মৃত্যুর দিকে যাচ্ছেন। আর আমরা কার্যকরভাবে কোনো ভূমিকা পালন করতে পারছি না। যদি মওলানা ভাসানী থাকতেন আশার প্রদীপ হয়তো জ্বালাতেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমি নিশ্চিত যদি মওলানা ভাসানী বেঁচে থাকতেন, তাহলে এখন যে অন্যায়, অবিচার, লুটপাট হচ্ছে এর বিরুদ্ধে গর্জে উঠতেন। দেশনেত্রী খালেদা জিয়া জেলখানায় থাকতেন না। অনেক আগেই মওলানা ভাসানীর হুংকারে বেরিয়ে আসতেন তিনি। এটা আমাদের দৈন্যতা রাজনীতির।

তিনি বলেন, আমাদের পূর্বসূরী যারা মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একেএম ফজলুল হক ওনারা স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে কখনও আপস করেননি। আমরা যদি তাদের উত্তরসূরি হই। তাহলে সেই চিন্তাকে, তাদের স্বপ্নকে আমাদের ধারণ করতে হবে। তাহলে তাদের প্রতি সত্যিকারের সম্মান ও শ্রদ্ধা জানানো হবে।

বিএনপির এ নেতা বলেন, মওলানা ভাসানী, জিয়াউর রহমান এর যে অবদান তার ন্যূনতম ইতিহাস এখন নেই। পাঠ্যবইও নেই। এক ভয়ঙ্কর নষ্ট সময়ের মধ্যে আমরা অতিবাহিত করছি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img