সোমবার | ৭ জুলাই | ২০২৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অকেজো হয়ে গেছে: ভারত

spot_imgspot_img

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব এবং কার্যকারিতা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভারত।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, ‘নিরাপত্তা পরিষদ অকেজো অঙ্গে পরিণত হয়েছে। আচরণগত নিষ্ক্রিয়তার কারণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ করতেও ব্যর্থ হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে তিরুমূর্তি অভিযোগ করেন, আন্তঃরাষ্ট্র সরকারি স্তরের বৈঠক (আইজিএন)- প্রায়শই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় পরিণত হয়। সেখানে কার্যকরী পদক্ষেপের দিকনির্দেশ খোঁজার চেয়েও বেশি গুরুত্ব পায় পারস্পরিক চাপ।

গত জুন মাসে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত পুনর্নির্বাচিত হয়েছে।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেন, ‘গত এক দশক ধরে নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়টি বারবার আইজিএন-এর আলোচনায় এলেও তার কোনও অগ্রগতি হয়নি।

জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ৫টি ভেটো ক্ষমতা সম্পন্ন স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। তারা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স। বাকি ১০টি দেশ ২ বছরের জন্য সদস্য নির্বাচিত হয়।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভিডিও বক্তৃতায় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবি তুলেছিলেন
ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘‘আর কত দিন আমাদের অপেক্ষা করতে হবে?

সর্বশেষ

spot_img
spot_img
spot_img