মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

গাজ্জার হাসপাতালে ইসরাইলী হামলার জন্য আমেরিকাকে দায়ী করলো রাশিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় আল-আহলি হাসপাতালে ইসরাইলী বাহিনী কর্তৃক ভয়াবহ হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এছাড়া দেশটি এই হামলাকে যুদ্ধাপরাধ বলেও আখ্যা দিয়েছে।

গাজ্জায় হাসপাতালে হামলার জন্য যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে দায়ী বলে মনে করে রাশিয়ার

মঙ্গলবার গাজ্জার ওই হাসপাতালে ভয়াবহ হামলার চালায় ইসরাইল, যেখানে ৫০০ জনের বেশি নিহত হন। বুধবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গাজার আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরায়েলের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই হামলার জন্য চূড়ান্ত দায়ভার যুক্তরাষ্ট্রের।

বুধবার ভোরে টেলিগ্রামে মেদভেদেভ বলেন, ‘গাজা উপত্যকায় হাসপাতালে ভয়াবহ এই হামলা স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ।’

তিনি আরও বলেন, ‘এর জন্য চূড়ান্ত দায় তাদের ওপরই বর্তায় যারা বিভিন্ন দেশে এবং বিভিন্ন মহাদেশের যুদ্ধ থেকে উন্মত্তভাবে অর্থ আয় করে। যারা চিন্তাহীনভাবে অস্ত্রের জন্য বিপুল পরিমাণ অর্থ বিতরণ করে। যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার নামে বিশ্বব্যাপী কার্যক্রম চালানোর কথা ঘোষণা করে। (আর সেটি হচ্ছে) যুক্তরাষ্ট্র।’

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা হাসপাতালে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় মার্কিন নীতির সমালোচনা করেছেন।

জাখারোভা টেলিগ্রামে বলেছেন, ‘আমি আতঙ্কের সঙ্গে মধ্যপ্রাচ্যের খবরগুলো অনুসরণ করি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বারবার উচ্চারণ করা কথাটিও আমি মনে করি। তিনি (ওবামা) বলেছিলেন, আমেরিকান নীতির জন্য ধন্যবাদ, বিশ্ব অনেক বেশি নিরাপদ হয়েছে। এখন আমরা সবাই দেখছি কতটা (নিরাপদ হয়েছে)।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img