যুদ্ধ বিরতের আহবান জাতিসংঘ মহাসচিবের
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও দখলদার রাষ্ট্র ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।
তিনি বলেন, “আমরা মহাকাব্যিক মানবিক দুর্যোগ প্রত্যক্ষ করছি। এসব কমাতে আমি অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, গাজ্জায় হাসপাতালে হামলার পর এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এছাড়াও মধ্যপ্রাচ্য ও অন্যত্র অঞ্চলের জনগণ এর নিন্দা জানাতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
গতকাল গাজ্জার হাসপাতালে ইসরায়েলি হামলার পর শহীদের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
অন্যদিকে, ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামাসের হামলায় ১ হাজার ৪০০’র’ বেশি ইসরাইলি নিহত হয়েছে।
আল জাজিরা
আমেরিকার সঙ্গে বৈঠক বাতিল করলো জর্দান
গাজার একটি হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলার পর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে নির্ধারিত বৈঠকটি বাতিল করেছে জর্দান।
এ বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগ দেওয়ার কথা থাকলেও তিনি জর্দানের আগেই তা বাতিল করেছেন।
সূত্র: আল জাজিরা
গাজ্জায় নতুন সতর্কবার্তা জারি করল ইসরাইল
আবারো গাজ্জা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি কর্মকর্তারা।
স্থানীয় রেডিওতে প্রচার হওয়া সতর্কবার্তায় নতুন করে গাজ্জার আরো এলাকা ফাকা করে দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী গাজ্জার উত্তর অঞ্চলে বসবাসরত নাগরিকদের দক্ষিণ দিকের খান ইউনুস গভর্নেটের পশ্চিমে অবস্থিত আল মাওয়ারিসা এলাকায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
যদিও গাজ্জার বাসিন্দারা জানিয়েছেন, এখানের কোন অঞ্চল ইসরাইলি দখলদার বাহিনীর হাত থেকে নিরাপদ নয় ।
গাজ্জা শহরের বাসিন্দারা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে যারা দক্ষিণ দিকে চলে গিয়েছিল তারা এখন সেখান থেকে ফিরে আসতে চায়। কারণ তারা এটি বুঝতে সক্ষম হয়েছে যে এই উপত্যকার কোনো অংশই বর্তমানে নিরাপদ নয়। তাই তারা অন্য কোথাও নয় বরং তাদের বাড়িতে বসেই শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছে।
উল্লেখ্য, গত সপ্তাহেও বাসিন্দাদের সরে যাওয়ার এমন নির্দেশনা জারি করেছিল দখলদার ইসরাইল। এমন নির্দেশনা পেয়ে বাসিন্দারা উত্তর থেকে দক্ষিণে স্থানান্তরিত হওয়া শুরু করে। কিন্তু হঠাৎ করেই এসব বাসিন্দাদের উপর বিমান হামলা শুরু করে বর্বর ইসরাইলি বাহিনী। তার ফলে অন্তত ৭০ জন ফিলিস্তিনি শহীদ হয়।
সূত্র: আল জাজিরা
গাজ্জায় হাসপাতালে বর্বর ইসরাইলি বাহিনীর বোমা হামলার নিন্দা জানিয়ে এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে জর্দানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ।
তিনি বলেন, গাজ্জার হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা একটি “গণহত্যা” ও “যুদ্ধাপরাধ” যা সম্পর্কে কেউ নীরব থাকতে পারে না।
এছাড়াও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
এক বিবৃতিতে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা প্রদান ও যুদ্ধের অবসানের আহ্বান জানানো হয়েছে।
গাজ্জায় হাসপাতালে বোমা-হামলা সম্পর্কে যা বলছেন এরদোগান
গাজ্জায় হাসপাতালে বর্বর ইসরাইলি বাহিনীর বোমা হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি বলেন, “ইসরাইলের যে কোনো ধরনের মৌলিক মানবিক মূল্যবোধ নেই তার সর্বশেষ উদাহরণ হল গাজ্জার হাসপাতালে আক্রমণ। যেখানে নিরপরাধ নারী, শিশু ও বেসামরিক নাগরিকরা অবস্থান করছিল।
এরদোগান বলেন, “গাজ্জা উপত্যকা জুড়ে চলমান এ অভূতপূর্ব বর্বরতা বন্ধের জন্য আমি বিশ্ববাসীকে আহবান জানাচ্ছি।”
সূত্র: আল জাজিরা
গাজ্জায় হাসপাতালে ভয়াবহ বোমা হামলার পর মিশরের রাজধানী কায়রো সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির বিরোধী দলসহ সাধারণ জনতা।
মিশরের রাজধানী কায়রোতে মার্কিন দূতাবাসের সামনে বেশ কয়েকজন রাজনীতিবিদদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন অ্যাক্টিভিস্টরা।
সূত্র : আল জাজিরা
গতকাল গাজ্জা উপত্যাকার আল আহলি হাসপাতালে বোমা হামলার পেছনে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল নেই বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
গতকাল এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি।
তিনি বলেন, “ইসরাইলিরা স্পষ্ট ও কঠোরভাবে এ হামলার বিষয় অস্বীকার করেছে।”
সূত্র: সিএনএন
পেন্টাগন: হামাসকে নির্মূলে ইসরাইলকে আমরা নিরাপত্তা সরঞ্জাম দিচ্ছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমরা বেসামরিক লোকজনকেও হত্যা করছি।
সূত্র: ডেইলি সাবাহ আল আরাবিয়া
ইসরাইল-আমেরিকা বিরোধী বিক্ষোভে অংশ নিতে ইসরাইলী দূতাবাসের সামনে জড় হয়েছেন তুরস্কের শত শত নাগরিক।
তবে আঙ্কারা পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও খবর পাওয়া যায়। এতে করে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়, যা এখনো চলছে।
সূত্র: আখবারু তুর্কিয়া
মৌরিতানিয়ায় আমেরিকার দূতাবাসের সামনে জড়ো হচ্ছেন দেশটির বিক্ষুদ্ধ জনতা। গাজ্জায় মুসলিম গণহত্যা বন্ধের দাবী তুলছেন বিক্ষোভকারীরা। এছাড়া আমেরিকাকে জঘন্য ও নির্লজ্জ বলেও স্লোগান দিচ্ছেন তারা।
সূত্র: আল জাজিরা
মিশনারী হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় বাইডেনের সাথে আগামীকালের বৈঠক বাতিল করে আম্মান ছেড়ে আসলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
সূত্র: আল জাজিরা
ইসমাইল হানিয়া: দখলদারেরা আমাদের পবিত্র ভূমি ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমাদের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা
ইসমাইল হানিয়া: মিশনারী হাসপাতালে গণহত্যার জন্য আমেরিকাই দায়ী, যারা কি না অসংখ্য উপায়ে এসব (গণহত্যা ও অপরাধ) আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরলসভাবে এদের (ইসরাইলীদের) আগলে রেখে চলেছে।
সূত্র: আল জাজিরা
গাজ্জার হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিদের হত্যা করার প্রতিক্রিয়ায় ক্ষুদ্ধ হয়ে পড়েছে জর্ডানের জনগণ। আম্মানে ইসরাইলী দূতাবাসে আক্রমণের চেষ্টা করছে দেশটির বিক্ষুদ্ধ জনতা।
সূত্র: আল জাজিরা
এবার গাজ্জার খান ইউনুসে অবস্থিত ইউরোপিয়ান হসপিটাল প্রাঙ্গণে বোমা হামলা চালালো নৃশংস ও বর্বর ইহুদিবাদী ইসরাইলের সেনারা।
সূত্র: আল জাজিরা
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় গাজ্জার মিশনারী হাসপাতালে বোমা হামলা:
আমি আমার আহত বাবা ও ভাইদের নিয়ে এসেছিলাম এখানে। অসংখ্য রোগী চিকিৎসার অপেক্ষায় ছিলো। তাদের স্বজনেরা হাসপাতাল ভবনে বসে ছিলো। হামলার সময় আমি বাইরে ছিলাম। হঠাৎ চোখের সামনে হাসপাতালে বড় বড় বিস্ফোরণ হতে দেখি। হায় আল্লাহ! আমার বাবা, আমার ভাই যারা সেখানে ছিলো সকলেই আহত হয়েছে। আল্লাহর কসম, হায় আল্লাহ! তাদের উপর গুরুতর হামলা চালানো হয়েছে। সবকিছু তছনছ হয়ে গিয়েছে।
সাংবাদিক: তখন সেখানে কতজন ছিলো?
হয়তো ৫ হাজার! আমি জানি না। এরচেয়ে আরো বেশি হতে পারে। প্রতি তলায় তলায় হাজার হাজার আহত লোকজন ও তাদের স্বজনদের অবস্থান করতে দেখেছিলাম আমি। কারো চিকিৎসা করা হচ্ছিলো। আর কেউ বা চিকিৎসার অপেক্ষায় ছিলেন।
হায় আল্লাহ, তারা হাসপাতালে হামলা করেছে। তারা হাজার লোককে, আহতদের উপর বোম্বিং করেছে। আমার বাবা ও ভাইয়েরাও গুরুতর ভাবে আহত হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের রব জালেমদের দেখছেন। তিনি প্রতিশোধ নিবেন। রব আমাদের ভুলে যাবেন না।
সূত্র: আল জাজিরা
হামাস: গাজ্জার মিশনারী হাসপাতালে বোমা হামলায় শত শত ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। তন্মধ্যে অধিকাংশই রোগী এবং শিশু।
সূত্র: আল জাজিরা
গাজ্জার খ্রিস্টান মিশনারী হাসপাতালে বোমা হামলায় শহীদ হলেন ৫০০ ফিলিস্তিনি।
সূত্র: আল জাজিরা