ইউক্রেনে এক হাজার ১০০ শহর ও গ্রামে ১০ দিন ধরে মানুষ পানি ও বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) জ্বালানি সেবার মুখপাত্র ওলেকসান্দ্র খোরানঝি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গেল ১০ দিনে ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনের ১৬টি শহরে ১৯০টির মতো বড় হামলা চালিয়েছে রাশিয়া।
তিনি বলেন, এখন দানিপ্রোপেত্রোভস্ক, কিরোভোগ্রাদ, ঝিতোমির, খারকিভ, দোনেৎস্ক, ঝাপোরিঝঝিয়া, লুনাহস্ক, মিকোলেইভ, খেরসন অঞ্চলের ১১৬২টি এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।
সূত্র: এএফপি (এনডিটিভি)