শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

আর্মেনিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল আজারবাইজানের সেনারা

দ্বিতীয় বার যুদ্ধ বিরতি করার পরও তা লঙ্ঘন করায় রোববার (১৮ অক্টোবর) আর্মেনিয়ার আরেকটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে আজারবাইজানের সেনারা। এ নিয়ে আর্মেনিয়ার দুটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো আজারবাইজান।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আর্মেনিয়ার ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে বলে এক বিবৃতিতে বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজারবাইজানের জাবরাইল এলাকায় হামলার চেষ্টাকালে এসইউ-২৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়। শনিবারও একই এলাকায় হামলার চেষ্টাকালে আর্মেনিয়ার আরেকটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করে আজারবাইজান।

রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করায় টেলিফোনে আজারবাইজানকে অভিনন্দন জানিয়েছেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

এদিন, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কার্যকরের কয়েক এক ঘণ্টার মধ্যেই নতুন মানবিক যুদ্ধবিরতিও গুরতরভাবে লঙ্ঘন করেছে আর্মেনিয়া। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আর্মেনিয়া আজারবাইজানে হামলা চালাচ্ছে বলেও জানায় বাকু।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img