ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে আজ আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক করবে আরব দেশ বাহরাইন।
আজ রবিবার (১৮ অক্টোবর) বাহরাইনের রাজধানী মানামায় আনুষ্ঠানিকভাবে উভয় দেশের মধ্যে কূটনৈতিক কার্যক্রম শুরু হবে। ইসরাইলের অফিসিয়াল কর্মকর্তার সূত্রে কাতার সংবাদ ভিত্তিক আল জাজিরা এ খবর নিশ্চিত করে।
খবরে বলা হয়, বাহরাইন সফরে আসা ইসরাইল প্রতিনিধি দল ‘পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় এক যৌথ বিবৃতি’তে স্বাক্ষর করবে।
জানা যায়, আজ রবিবার সন্ধায় উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। তাছাড়া ইসরাইল ও বাহরাইন একে অপরের দেশে দূতাবাস খুলবে বলেও একটি সূত্র নিশ্চিত করে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) ইসরাইল, বাহরাইন ও আরব আমিরাতে ‘অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ’ করতে
আমেরিকার ট্রেজারি বিভাগের সেক্রেটারি স্টিভ ম্যানুচিনের নেতৃত্বে আমেরিকার একটি প্রতিনিধি দল তিনটি দেশ সফর শুরু করে। প্রতিনিধি দলের নেতৃত্বে আছে ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা মির বেন সাবাট।