অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরো ৪ জন সেনা সদস্য নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত মঙ্গলবার দক্ষিণ গাজ্জা উপত্যকার রাফাহ এলাকায় এই ঘটনাটি ঘটে।
আজ বুধবার ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, গাজ্জার একটি বিল্ডিং এর মধ্যে ঢুকতে গেলে সেখানে হামাসের পুঁতে রাখা বিস্ফোরকের ফাঁদে পড়ে এসব ইসরাইলি সেনারা। এতে করে একজন নারী সহ মোট চারজন সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
উল্লেখ্য, গাজ্জায় স্থল আক্রমণ শুরুর পর থেকে এ নিয়ে সর্বমোট ৩০৭ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। যার মধ্যে কয়েক ডজন নারী সেনা সদস্যও রয়েছে।
সূত্র: দি টাইমস অব ইসরাইল