সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর রামপুরা পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা ৫ মিনিটে সেখানে অগ্নিসংযোগ করা হয়।
একই সময়ে রামপুরা ব্রিজে বিস্ফোরণ স্থানীয় শ্রমিক লীগ নেতা ফজলুল হক মিলন (৫৫) নামে একজন আহত হয়েছেন। তিনি রামপুরা ২২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।