শনিবার, জুলাই ২৭, ২০২৪

চামড়া শিল্প রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকারী পদক্ষেপ নিতে হবে: ইশা ছাত্র আন্দোলন

দেশের সমৃদ্ধি অর্জনে চামড়া শিল্প রক্ষায় সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে চামড়া শিল্পকে বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

রবিবার (১৮ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব।

এম এম শোয়াইব বলেন, সরকার চামড়া শিল্পকে যথযথভাবে গুরুত্ব দিয়ে সিন্ডিকেট মুক্ত ও কার্যকারী ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া শিল্পখাতকে অপার সম্ভাবনাময়ী হিসাবে তৈরি করতে পারে। কিন্তু সরকারের দায়িত্বহীন কর্মকান্ড এবং অব্যবস্থাপনার ফলে চামড়া শিল্প আজ চরম সংকটের মুখে। অবিলম্বে চামড়াসহ দেশীয় শিল্প খাত রক্ষায় সরকারকে কার্যকারী ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের ঢাকা মহানগর পূর্বের সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাঈম বিন জামশেদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০১৯-২০ অর্থবছরে রপ্তানী আয় কমে গিয়ে ৭৯৭ দশমিক ৬১ মিলিয়ন ডলারে দাঁড়ায়। রপ্তানী আয়ের দিক থেকে ২য় স্থান হারিয়ে চামড়া খাত ৩য় স্থানে নেমে এসেছে।

মানবন্ধনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শুরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ছাত্রনেতা ইমরান হোসেন নূর, মহানগর উত্তর সভাপতি আরমান হোসাইন, পশ্চিমের সভাপতি রায়হান চৌধুরীসহ নগর ও থানা নেতৃবৃন্দ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img