শনিবার, জুলাই ২৭, ২০২৪

বায়তুল মোকাররমে ঈদুল আযহার ৫ জামাত

আগামী বুধবার (১০ জিলহজ, ২১ জুলাই) সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদুল আযহায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতে ঈদের নামাজ আদায় হবে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে।

রবিবার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে পেশ ইমাম মাওলানা এহসানুল হক, চতুর্থ জামাতে পেশ ইমাম মাওলানা মহিউদ্দীন কাসেম এবং পঞ্চম ও শেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিউর রহমান খান ইমামতি করবেন।

এই ৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img