মঙ্গলবার, মে ১৪, ২০২৪

মার্কিন প্রভাবপুষ্ট বিশ্বব্যবস্থা আর ফিরবে না: পুতিন

যারা এখনও ভাবছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর প্রভাবপুষ্ট যে বিশ্বব্যবস্থা পুনরায় ফিরে আসবে, তারা পূর্ণ ভ্রান্তির মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, এই যুদ্ধ এক সময় থেমে গেলেও আগের সেই বিশ্বব্যবস্থা আর ফিরবে না।

শুক্রবার (১৭ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের (এসপিআইইএফ) সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পুতিন বলেন, পশ্চিমা অভিজাতরা ভাবছে যুদ্ধের আগে তাদের শাসিত ও প্রভাবপুষ্ট বিশ্ব ব্যবস্থা যেমন ছিল, যুদ্ধের পরে আবার সেই পরিস্থিতি ফিরে আসবে। কিন্তু তারা আসলে এখনও অতীতের স্মৃতিতে ঝুলে আছে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। কেউ যদি ভেবে থাকেন যে, অশান্ত এই সময়ের শেষে সবকিছু আবার আগের অবস্থায় ফিরে যাবে, তাহলে তিনি ভ্রান্তির মধ্যে রয়েছেন। এমন হওয়া সম্ভব নেই বললেই চলে।

সূত্র: আরটি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img