মাওলানা শাহ মুহাম্মদ তৈয়ব | মহাপরিচালক, জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসা
ইসলামী ঘরণার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ তার অগ্রযাত্রায় অর্ধযুগ অতিক্রম করে সপ্তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। ইতিবাচক দৃষ্টভঙ্গিতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইনসাফ জাহিলিয়াতের পরিবর্তে একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবসময় নির্ভীক ভূমিকা পালন করবে- এটা আমার প্রত্যাশা।
সুন্দর, কল্যাণের পথে এর নিরন্তর অভিযাত্রা অবাধ, নিরপেক্ষ ও গতিশীল হোক।
ইনসাফ-এর এই অর্ধযুগ পূর্তি ও সপ্তম বর্ষে শুভপদার্পণ উপলক্ষে তার উদ্যোক্তা, কলাকুশলী ও সুধী পাঠকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক দুআ ও অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতে পত্রিকাটির বহুল প্রচার ও প্রসার কামনা করছি।