মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

তিউনিসিয়ার আন নাহদার প্রধান রাশিদ আল ঘানুশী গ্রেফতার

জিজ্ঞাসাবাদের জন্য তিউনিসিয়ার সাবেক স্পীকার ও আন নাহদা পার্টির প্রধান রশিদ আল ঘানুশীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সোমবার (১৭ এপ্রিল) গভীর রাতে ঘানুশীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর উয়াইনা ন্যাশনাল গার্ড সামরিক ক্যাম্পে নিয়ে যায় দেশটির নিরাপত্তা বাহিনী।

ইসলামপন্থী প্রভাবশালী এই নেতাকে গ্রেফতারের বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি তিউনিসিয়ার সরকার পক্ষ।

জানা যায়, ১১ ফেব্রুয়ারি থেকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও বক্তব্য প্রদানকে রাষ্ট্রদ্রোহ সাব্যস্ত করে দেশব্যাপী গ্রেফতার অভিযান শুরু করেছিলো রাষ্ট্রপক্ষ।

এর অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে তুলার অভিযোগে গত ২১ ফেব্রুয়ারি ঘানুশীকেও গ্রেফতার হতে হয়। তবে কাউন্টার টেরোরিজম কোর্টে নিয়ে গিয়ে জবাবদিহিতার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিলো।

মূলত বর্তমান প্রেসিডেন্ট কায়েস সাঈদ ২০২১ সনে অভ্যুত্থান ঘটিয়ে সংসদ ভেঙ্গে দিলে দেশটিতে রাজনৈতিক সংকট শুরু হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img