শনিবার, মে ১১, ২০২৪

আল আকসার স্মরণে ইস্কান্দারিয়া ইউনিভার্সিটির অভিনব ইফতার আয়োজন

আল আকসার স্মরণে অভিনব পন্থায় ইফতারের আয়োজন করলো মিশরের ইস্কান্দারিয়া ইউনিভার্সিটির ছাত্ররা। ইফতারিতে আল আকসার আকৃতিতে বসে প্রসংশায় ভাসছে তারা।

রবিবার (১৬ এপ্রিল) ইউনিভার্সিটির খেলার মাঠে একটি ইফতারের আয়োজন করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র সংগঠন তানতা ইঞ্জিনিয়ারিং।

আল আকসার স্মরণে তারা এমনভাবে বসার ব্যবস্থা করে যাতে সবাই বসার পর আল আকসার আকৃতি ফুটে ওঠে। এই অভিনব ইফতার আয়োজনে ২ হাজার ৭শ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করে।

এসরা মুস্তাফা নামী একজন মিশরীয় তরুণী তার টুইটার একাউন্টে আকসা আকৃতিতে বসা ইফতার আয়োজনের ছবি পোস্ট করে লিখেন, ওয়াল্লাহি মাশাআল্লাহ, অভিনব প্রচেষ্টার মাধ্যমে তানতা ইঞ্জিনিয়ারিং সংগঠন দিন দিন নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমরা জানান দিতে পেরেছি যে, আমরা এখনো ফিলিস্তিনের ক্ষত বয়ে বেড়াচ্ছি। এই ক্ষত কখনো ভুলার নয়।

সুহাইলা নামী আরেকজন তরুণী লিখেন, একদিন না একদিন পবিত্র কুদসে ইফতার করার ব্যাপারে আমরা আশাবাদী।

অ্যামিনোভিচ নামের এক তরুণ লিখেন, যে উদ্দেশ্যকে প্রতিপাদ্য করে এই সুন্দর সৃজনশীল কর্মের অবতারণা ঘটেছে তা সত্যিই দারুণ এবং দু:খেরও।

সূত্র: আল জাজিরা মুবাশির

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img