সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

বইমেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বইমেলায় আসতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বইমেলায় ঘুরে ঘুরে বই দেখার ভিতরে যে আনন্দ, সে আনন্দ থেকে সবাই যাতে বঞ্চিত না হয় সেই চিন্তাটা করেই কিন্তু এই বই মেলাটা করা হচ্ছে। তবে আমি অনুরোধ করব সবাইকে যারা বই মেলায় আসবেন সবাই স্বাস্থ্য-সুরক্ষা মেনে চলবেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অমর একুশে বইমেলা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যারা অস্বীকার করে, তাদের আবারও নতুন করে ইতিহাস জানতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নিজের মায়ের ভাষাকে জানা যেমন দরকার তেমনি অন্য ভাষা জানাটাও দরকার সে জন্য অনুবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য বাংলা একাডেমিকে সবময়ই আমি অনুরোধ করেছি-অন্যান্য দেশের সাহিত্য যেন আমরা জানতে পারি। কারণ, সহিত্যের মধ্য দিয়েই মানুষের জীবনচর্চা জানা যায়, সংস্কৃতি ও ইতিহাস জানা যায়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img