গাজ্জায় ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৩২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৬৬ বার তা লঙ্ঘন করেছে ইসরাইল। যার ফলে ১৩২ ফিলিস্তিনি নিহত ও ৯ শতাধিক মানুষ আহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে গাজ্জার মধ্যাঞ্চলে। সেখানে ১১০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। এছাড়া রাফায় ৫৪ বার, গাজ্জা সিটিতে ৪৯ বার, খান ইউনুসে ১৯ বার এবং গাজ্জার উত্তরাঞ্চলে ১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল।