যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজ্জায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭ ফিলিস্তিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আহত হয়েছে আরও ৫ জন।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি হামলায় গত ২৪ ঘন্টায় ৭ জন শহীদ হয়েছে, যাদের মধ্যে ৬ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং আহত ৫ জনকে গাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিছু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে কিন্তু সাহায্যকারী দল ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না।
সূত্র: পার্সটুডে