বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

আন্তর্জাতিক সন্ত্রাসী তকমা দিয়ে আমাদের রুখে দেওয়া সম্ভব নয়: হুথি মুখপাত্র

বুধবার, ইয়েমেনের হুথি যোদ্ধাদের পুনরায় ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী সংগঠনটি। তাদের দাবি, এমন ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো থেকে হুথিদের বিরত রাখা সম্ভব নয়।

কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন হুথিদের মুখপাত্র মুহামেদ আব্দেল সালাম।

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা ফিলিস্তিন ও ফিলিস্তিনি জনগণের সমর্থন থেকে আমাদের বিরত রাখতে পারবেনা। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত উল্টো ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমাদের বর্তমান অবস্থানকেই দৃঢ় করবে।”

প্রসঙ্গত, গাজ্জায় গণহত্যা চালানোর অভিযোগে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়েছে হুথিরা। যে কারণে লোহিত সাগরে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে তারা। অবশ্য এর বিপরীতে চলতি সপ্তাহে ইয়েমেনে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর পাল্টা জবাবে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও যুদ্ধজাহাজ লক্ষ করে মিসাইল হামলা চালিয়েছে হুথিরা।

সংগঠনটির দাবি, গাজ্জায় ইসরাইলি গণহত্যা বন্ধের জন্য এসব হামলার মাধ্যমে তেল আবিবের উপর চাপ সৃষ্টি করছে তারা।

উল্লেখ্য, সর্বশেষ তথ্য অনুযায়ী গাজ্জায় ২৪ হাজার ৪৪৮ জল ফিলিস্তিনিকে শহীদ করেছে ইসরাইল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img