বাংলাদেশ ব্যাংক (বিবি) পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যাংকগুলোকে তাদের ক্লায়েন্টদের সাথে সম্পর্কের ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য আমদানিতে লেটার অব ক্রেডিট (এলসি) মার্জিন সর্বনিম্ন রাখতে নির্দেশ দিয়েছে।
এ লক্ষ্যে আজ রোববার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।
রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার প্রয়াসে গ্রাহকদের সাথে তাদের সম্পর্কের ভিত্তিতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মশলা ও খেজুর আমদানির জন্য ব্যাংকগুলোকে নগদ-মার্জিন হার বজায় রাখতে বলা হয়েছে।
নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে।
সূত্র : বাসস