মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে আসেনি কেউ। সাক্ষী উপস্থিত না হওয়ায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে (১৭ জানুয়ারি) দিন ধার্য করেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদানির আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী।
এর আগে ২০২১ সালের ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আটক করে র্যাব। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।