সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসে আটক হলেন ববি’র ছাত্রলীগ কর্মী

বরিশাল জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় প্রক্সি (একজনের পরীক্ষায় আরকজন) দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের এক শিক্ষার্থী। আটক ওই শিক্ষার্থীর নাম এ কে আরাফাত। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন ৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসেছেন তিনি।

বুধবার (১৭ নভেম্বর) ২টা ১৫ মিনিটে বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) প্রার্থী জনৈক সৌরভ হালদারের প্রক্সি দেওয়ার সময় দায়িত্বরত কক্ষ প্রত্যাবেক্ষকের কাছে বিভিন্ন তথ্যে অসঙ্গতির কারণে ধরা পড়েন তিনি।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সৈয়দ রুমান ইসলাম বলেন, তার পরিচয় এখন ছাত্রলীগ না, তার পরিচয় এখন অপরাধী। বিশ্ববিদ্যালয়ের কমিটি না থাকায় যে কেউ ছাত্রলীগ বলে দাবি করতে পারে। কেউ যদি ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ছাত্রলীগকে ব্যবহার করে তার দায়ভার বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img