মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

সেনেগালে বাচ্চাদের একটি স্কুল পুনঃনির্মাণ করে দিয়েছে তুরস্ক

spot_imgspot_img

ইনসাফ | সোহেল আহম্মেদ


সেনেগালে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হওয়া একটি কিন্ডারগার্টেন স্কুল পুনঃনির্মাণ করে দিয়েছে তুরস্ক।

সোমবার ( ১৬ নভেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

তুরস্কের রেড ক্রিসেন্ট সেনেগালের রাজধানী ডাকারে অবস্থিত এ কিন্ডারগার্টেনটির সংস্কার কাজ সম্পন্ন করেছে। স্কুলটিতে ১৫০ শিশু প্রয়োজনীয় সুযোগ সুবিধাসহ পড়াশোনা করতে পারবে।

স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেনেগালে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আহমেট কাভাস বলেন, আঙ্কারা ও ডাকারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। এসময় তিনি প্রকল্পের সকল পৃষ্ঠপোষককে আন্তরিক ধন্যবাদ জানান।

তুর্কি রেড ক্রিসেন্ট প্রতিনিধি দলের প্রধান আবদুল্লাহ কায়া বলেন, দলটি মাত্র চার মাস আগে সেনেগালে এসেছিল। এই অল্প সময়ের মধ্যে তারা এই সেপ্টেম্বরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ১,৩০০ স্বাস্থ্যকরন ও চাইল্ড কেয়ার কিট বিতরণ করেছে। এছাড়াও দলটি করোনভাইরাস মহামারী সম্পর্কিত ত্রাণ কার্যক্রমও চালিয়েছে।

ভবিষ্যতের প্রকল্পগুলি নিয়ে তিনি বলেন, তুরস্কের এ দাতা সংস্থার পক্ষ থেকে পুরো সেনেগাল জুড়ে পানীয় জলের কূপ খনন করা হবে।

সূত্র: ইয়েনি সাফাক

সর্বশেষ

spot_img
spot_img
spot_img