মাহবুবুল মান্নান
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী শায়েখ হারুন ইজহার বলেছেন, আমাদের সাংস্কৃতিক শক্তি অর্জনের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেককেই সমকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসী ভূমিকা পালন করার মাধ্যমে সাংস্কৃতিক লড়াইয়ে বিজয় অর্জন করতে হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম লালখান বাজার মাদরাসায় মাহে রবিউল আউয়াল উপলক্ষে ৯ দিন ব্যাপী ইসলামী বইমেলার ষষ্ঠ দিবসে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তরুণদের সরাসরি কিতাব অধ্যায়ন করার আহবান জানিয়ে শায়খ হারুন ইজহার আরো বলেন, অনলাইন থেকে কিতাব ডাউনলোড করে পড়ে ততটা উপকৃত হওয়া যায় না, যতটা সরাসরি কিতাব পড়ে উপকৃত হওয়া যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আমিনুল হক, মুফতী ওসমান সাদেক, গ্রন্থপ্রণেতা সালাউদ্দিন জাহাঙ্গীর ও শায়েখের আক্বীদাতুত ত্বহাবিয়াহ দরসের সংকলক মাওলানা আব্দুল্লাহ রফিক।
৯ দিন ব্যাপী ইসলামী বইমেলায় ষষ্ঠ দিবসে পরিদর্শনে এসেছেন, হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজত কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা এনামুল হক মাদানী, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা ফয়সাল বিন তাজুল ইসলাম,মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা জাকারিয়া মাদানী ও নুরুল ইসলাম রাজন প্রমুখ।
উল্লেখ; চট্টগ্রাম জামেয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদরাসার মাঠ প্রাঙ্গণে ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই ইসলামী বইমেলা চলবে আগামী শুক্রবার (২০অক্টোবর) পর্যন্ত।