গাজ্জা উপত্যাকায় নির্যাতিত জনগণের মানবিক সহায়তার উদ্দেশ্যে ইতিমধ্যে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বেশ কয়েকটি দেশ।
এসব ত্রাণ সামগ্রী গাজ্জা ও মিশরের মধ্যকার রাফাহ সীমান্ত দিয়ে সেখানকার জনগণের কাছে পৌঁছানোর কথা থাকলেও কয়েকদিন ধরে তা আল আরিশ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে ছিল। যার অন্যতম কারণ ছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরোধিতা।
মিশরীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গতকাল এসব ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক রাফাহ সীমান্তের দিকে যাত্রা শুরু করে বলে জানায় দেশটির রেড ক্রিসেন্টের পরিচালক খালিদ জাইদ।
আজ সকালে এসব ট্রাক রাফাহ সীমান্তে পৌঁছালেও অনুমতি মেলেনি গাজ্জায় ঢোকার। যার ফলে সীমান্তের নিকটে দাঁড়িয়ে রয়েছে শত শত ট্রাক। কবে নাগাদ তা গাজ্জাবাসীর নিকটে পৌঁছাবে তা নিয়েও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
মিশর ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গাজ্জায় বসবাসরত ২৪ লাখ ফিলিস্তিনিদের মানবিক সহায়তার জন্য একটি চুক্তি করা হয়েছে বলে জানা যায়। তবে এটি বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য; গাজ্জা উপত্যকায় এই মুহূর্তে পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে যা একটি তীব্র মানসিক সংকট তৈরি করেছে। এছাড়াও ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা