রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ চত্বরে চলছে ‘ইসলামি বইমেলা’। গত ৯ অক্টোবর মেলার উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ইতোমধ্যে লেখক-পাঠকদের সরব উপস্থিততে জমে উঠেছে ‘ইসলামি বইমেলা’। শুক্রবার (১৪ অক্টোবর) ছিলো মেলায় উপচে পড়া ভিড়।
এদিকে ইসলামি বইমেলায় সর্বস্তরের মানুষদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক গবেষকগণ। ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ডক্টর আ ফ ম খালিদ হোসেন মেলার পরিসর বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, মেলা উপলক্ষে ইসলামী সাহিত্য চর্চা অনেকগুণে বেড়েছে। তাই সকলের উচিৎ মেলায় এসে ইসলামী সাহিত্য সম্পর্কে আরো জানা।
তিনি আরও বলেন, সিরাতের উপরে, তাফসিরের উপরে, সাহাবীদের জীবনের উপরে অনেক বই বের হয়। এখানে পাঠক সংখ্যাও বেশ প্রচুর। ইসলামিক ফাউণ্ডেশন যদি এগুলোর প্রতি একটু নজর দেয়, তবে বইমেলার এই আয়োজন একটু বড় করা সম্ভব। যেহেতু যায়গা খুব কম, তাই ডানে-বামে আরেকটু যায়গা বাড়িয়ে যদি পরিসর বাড়ানো যায়, তবে মুসলিম সমাজ উপকৃত হবে।
ইসলামী বইমেলাকে ক্ষুদ্র অঙ্গনের মেলা মনে করা উচিৎ নয় বলে মন্তব্য করে রাষ্ট্র চিন্তক ও কবি মুহিব খান বলেছেন, বাংলাদেশের সিংহভাগ নাগরিক যেহেতু মুসলমান, তাই এটি বাংলাদেশের সিংহভাগ মানুষেরই মেলা। তিনি মনে করেন এই মেলায় অমুসলিমদের আসতেও বাঁধা নেই। সম্ভব হলে পর্দানশীল নারীদের জন্য আলাদা ব্যবস্থা করারও আহ্বান জানান এই ইসলামী চিন্তাবিদ।
তিনি বলেন, জ্ঞানের এই যুগে ইসলামী বইমেলা মুসলমানদের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল মানুষকে, তারা যেনো এই মেলায় আসে এবং মেলাকে সমৃদ্ধ করে। ইসলামি বইমেলাকে একটা নির্দিষ্ট অঙ্গনের মেলা মনে করা ঠিক হবে না। এই মেলায় সকল ধর্ম ও বর্ণের মানুষ অংশ নিতে পারে।
ইসলামী বইমেলায় কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদ ডক্টর সাইয়েদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, ইসলামি বইমেলায় যেটুক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমরা কামনা করি, সেটুক দেখা যায় না। গণমাধ্যমগুলো যেভাবে বাংলা একাডেমীর বইমেলার প্রচার করে, সেভাবে এই মেলার প্রচার করে না বলেও অভিযোগ করেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী।
এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আমি মনে করি দেশে যারা পরিচিত ইসলামী স্কলার ও আলেম রয়েছেন, তাদের মেলায় আসা উচিত এবং সেই সাথে সবাইকে মেলার প্রতি উদ্বুদ্ধ করা উচিত। কুরআন-সুন্নাহভিত্তিক ইসলামী সাহিত্য এবং দ্বীনের আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে এই মেলার বিকল্প নেই।
পাঠকদের উচ্ছাস দেখে পরিশ্রম সার্থক হয়েছে বলে মন্তব্য করেছেন মেলায় অংশ নেওয়া গার্ডিয়ান পাবলিকেশনের এমডি নূর মুহাম্মাদ আবু তাহের। এছাড়াও তিনি পরিবারের সকলকে বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় নিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও জানান, প্রচুর বইপ্রেমী মেলায় উপস্থিত হয়েছেন। এটি আমাদের রাতজাগানীয়া কষ্টের তৃপ্তি। আমাদের মনে হয়, পরিশ্রমগুলো স্বার্থক হয়েছে। পাঠক যত বাড়ছে, আমাদের নতুন করে কাজ করার স্পৃহা তৈরি হচ্ছে। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাসের প্রতিধ্বনি আজকের এই বইমেলা। আমরা কেমন জাতী গঠন করতে চাই, তার একটা আলটিমেট প্রকাশ এই বইমেলাতে প্রকাশিত হচ্ছে।
বই মেলার পরিধি বৃদ্ধির দাবি জানিয়ে লেখক ও সাবেক ছাত্র নেতা শেখ ফজলুল করীম মারুফ বলেন, আমাদের উচিৎ পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসা।
তিনি বলেন, আত্মার খোরাক খুঁজে পাই এই মেলায়। মেলার এই যায়গাটা খুব ছোট। হাজার হাজার মানুষ আসতেছে, যাদের হাঁটাচলা করতে খুবই সমস্যা হচ্ছে। আশাকরি এই বিষয়টির দিকে নজর দেবেন ইসলামিক ফাউণ্ডেশন। বই বিক্রিও খুব ভালো হচ্ছে। তার চেয়েও বড় কথা হলো, একুশে বইমেলাকে একটা সংস্কৃতি বানিয়ে ফেলা হয়েছে, এই মেলাকেও আপনারা সংস্কৃতির অন্তর্ভূক্ত করে নিন।
ইসলামী বইমেলা সবাইকে গুরুত্বের সাথে নেওয়ার আহ্বান জানিয়ে ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মাদ রাশেদুল ইসলাম বলেন, যারা ইসলাম চর্চা করে, তাদের অবশ্যই বইয়ের কাছে আসতে হবে।
তিনি বলেন, এটি বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত। ইসলামি বইমেলা রবিউল মাসকে কেন্দ্র করে বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে হয়, এটি অনেকেই জানে না। আমি মনে করি এটিকে বিশেষ গুরুত্বের সাথে সবাইকে নেওয়া দরকার।
এই বইমেলাকে ১৬ কোটি বাঙালির বইমেলা বলে মনে করেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। তিনি বলেন, এই বইমেলার সাথে আমাদের শিকড়ের সম্পর্ক। বর্তমান জ্ঞানের যুদ্ধ চলছে। যারা জ্ঞান চর্চায় এগিয়ে যাবে, তারা অনেক দূর এগিয়ে যাবে। এই বইমেলা সেটিতে ভূমিকা রাখবে।
ইসলামী বইমেলাকে দায়সারাভাবে না করার আহ্বান জানিয়ে মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল ইসলাম বলেন, আমি বলব এটা যেনো কোনোভোবে দায়সারাভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। না হলেই নয়, তাই আয়োজন করছি। হাজার হাজার বইপ্রেমীকদের মিলনমেলা হয়ে ওঠে ইসলামি বইমেলা। কিন্তু যায়গাটা এত ছোট যে, এখানে ঠিকমতো হাঁটাও যায় না। আমি আশা করছি, কতৃপক্ষ এই ব্যাপারে নজর দেবেন।
মেলার আয়োজক ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পূর্বের তুলনায় ভালো হয়েছে বলে জানান মুহাম্মদ পাবলিকেশনের স্বত্বাধিকারী মুহাম্মদ আবদুল্লাহ খান।
তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আয়োজকদের ভূমিকা অনেক ভালো। এ বছর তারা নতুন করে লেখক কর্ণার করেছে। সেই সাথে তারা আশ্বাস দিয়েছে, আগামী বছর যায়গাটাকে আরও বড় করার সিদ্ধান্ত নিয়েছে।
চেতনা প্রকাশনের বুরহান উদ্দীন জানান পাঠকদের উপস্থিতি বেশ ভালো। কালান্তর পাবলিকেশনের ইমন আহমাদ জানান বেচা-বিক্রিয় ভালো হচ্ছে। তিনি বলেন, আমরা শুরুর দিন থেকেই বেশ পাঠক সমাবেশ লক্ষ করছি। সেটি আরও বেড়ে যাবে।