আলুর বাজার স্থিতিশীল রাখতে চাঁদপুর শহরে অভিযান চালিয়ে তিন আলু ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার ও বাবুরহাট বাজারে শুক্রবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার এই জরিমানা করেন।
তিনি জানান, শহরের ওয়ারলেস বাজার ও বাবুরহাট বাজার এলাকায় আলু বাজার স্থিতিশীল রাখতে ও অসাধু ব্যবসায়ীদের আলুসহ শাকসবজির মূল্য বৃদ্ধি রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
এ সময় সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করায় এবং মূল্য তালিকা না থাকায় ৩টি মামলায় তিন জনকে ১ হাজার ৭০০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং নির্ধারিত মূল্যের বেশি মূল্যে আলু বিক্রি করে যাতে আলুর বাজার অস্থিতিশীল করা না হয় সে ব্যাপারে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে।
আলুর বাজার মনিটরিংয়ের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চাঁদপুর জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।
সূত্র: ইউএনবি