নাগার্নো-কারাবাখে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষ অব্যাহত রয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় গত সপ্তাহে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও তা তেমন একটা কার্যকর হয়নি। এ যুদ্ধে তুরস্কের সহায়তা নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে নিজেদের রণকৌশল দেখাচ্ছে আজারবাইজানের সেনারা।
নাগার্নো-কারাবাখ নিয়ে দু পক্ষের মধ্যে যে সংঘর্ষ চলছে তাতে ব্যবহৃত কামানের গোলা ও রকেট মাঝেমধ্যেই ইরানের ভূখণ্ডে আঘাত হানছে। এতে ইরানের সীমান্তবর্তী এলাকায় জনজীবন মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হয়েছে।
সীমান্ত এলাকার লোকজন ইরানের প্রেস টিভিকে তাদের জীবন বিপদাপন্ন হওয়ার কথা জনিয়েছে। পাশাপাশি যুদ্ধরত দু পক্ষকে সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।