মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উম্মে হানি আকতার (২২) নামে চট্টগ্রামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উম্মে হানির বাড়ি খাগড়াছড়ি গুইমারা এলাকায়। তবে তিনি স্বামী মো. জুয়েলের সঙ্গে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় থাকেন।

মো. জুয়েল জানান, উম্মে হানি নগরের একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রী ছিলেন। বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) স্ত্রীর সঙ্গে হাসপাতালে ভর্তি হন তিনিও। একটি কেবিনের পাশাপাশি বেডে তাদের চিকিৎসা চলছিল। শনিবার রাতে হঠাৎ উম্মে হানির অবস্থা খারাপ হতে থাকে। ওইদিন রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার ভোরে উম্মে হানির মৃত্যু হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img