মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার জন্য বিশেষ দল গঠন করল ইসরাইল

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার জন্য একটি বিশেষ দল গঠন করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেথ। এই উদ্দেশ্যে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে তেল আবিব।

ইসরাইলের জনপ্রিয় টেলিভিশন ‘চ্যানেল ১২’ এ তথ্য প্রকাশ করেছে।

ইসরাইলি গণমাধ্যমের দাবি, গাজ্জায় গোপনে থেকে একাই যুদ্ধ পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন ইয়াহিয়া সিনওয়ার। বেশ কয়েকবার তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হলেও তাকে জীবিত বা মৃত ধরা যায়নি। কারণ ইসরাইলি সেনাবাহিনী পৌঁছানোর আগেই তিনি তা টের পেয়ে যান।

ইসরাইলি গণমাধ্যমগুলো আরো জানিয়েছে, মোবাইল, টেলিফোন অথবা কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না সিনওয়ার। ম্যানুয়াল পদ্ধতিতে তিনি ভিন্ন একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এভাবেই তিনি গাজ্জা থেকে যুদ্ধ পরিচালনা করছেন।

সূত্র: গার্ডিয়ান

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img