আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনে রেজা কিবরিয়ার সঙ্গে নুরুল হক নুরের বিভক্তি হয়েছে আগেই। এবার দুই পক্ষই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পাল্টাপাল্টি কমিটি দিয়েছে। এর মধ্য দিয়ে দুই পক্ষ সাংগঠনিকভাবেও বিভক্ত হয়ে পড়ল।
গত বুধবার (১৩ সেপ্টেম্বর) নুর-রাশেদের নেতৃত্বাধীন অংশ ঢাকা মহানগরের দুটি কমিটি ঘোষণা করেছে। নুর-রাশেদ অংশের ঘোষিত গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের কমিটির সদস্যসংখ্যা ৯১ এবং ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ১০১ সদস্যের। মহানগর উত্তরের কমিটিতে মিজানুর রহমান ভূঁইয়াকে সভাপতি ও আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করা হয়। এবং মহানগর দক্ষিণের কমিটিতে নাজিম উদ্দিনকে সভাপতি ও নুরুল করিমকে সাধারণ সম্পাদক করা হয়।
নুরের কমিটি ঘোষণার তিন দিন পর গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় রেজা-ফারুক অংশ মহানগরের দুইটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। রেজা-ফারুক অংশের ঘোষিত কমিটিতে উত্তরের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব মোস্তাক শিশির এবং দক্ষিণের আহ্বায়ক জীসান মহসীন ও সদস্য সচিব ইমাম উদ্দিন।