রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ করেই মোবাইল ফোনের ইন্টারনেটের গতি বেশ কমে গেছে। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পল্টন এলাকায় ইন্টারনেটের গতি কমার তথ্য মিলেছে গ্রাহকদের কাছ থেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বহুল পরিচিত মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারেও অনেকে প্রবেশ করতে পারছেন না। দীর্ঘ চেষ্টায় প্রবেশ করতে পারলেও কোনো বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করতে পারছেন না ব্যবহারকারীরা।
এছাড়া ব্যবহারকারীরা বার্তা বা ছবিও দেখতে পারছেন না। একইসঙ্গে মাধ্যমটিতে হালনাগাদ পোস্ট খোঁজে পেতেও বেগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।
আজ বুধবার (১৭ জুলাই) দুপুরের পর থেকে দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের ইন্টারনেট গতি কমে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, গতরাতে ভিপিএনের মাধ্যমে ফোনে খুবই ধীরগতিতে ফেসবুক-মেসেঞ্জার ব্যবহার করেছেন তিনি। কিন্তু আজকে দুপুরের পর থেকে সেটাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।