রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না ছাড়তে মাইকিং করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে ক্যাম্পাসে মাইকিং করা শুরু করে তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে পারছেন না। তাই হলত্যাগের নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়। সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়।