মঙ্গলবার, মে ৭, ২০২৪

ভয়াবহ বন্যার কবলে সিলেটবাসী; বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার

কয়েক দিনের অবিরাম বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে ফের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেটবাসী। আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে পৌঁছাতে পারছে না মানুষ। আর তাই, নিরাপদ স্থানে যেতে এসব এলাকার বাসিন্দারা আর্তনাদ করছে। খাবার ও বিশুদ্ধ পানির জন্যেও চলছে হাহাকার।

এ ছাড়া রাস্তাঘাট পানিতে সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় লাখো বানভাসী মানুষকে উদ্ধারের জন্য পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা। এসব গ্রামীন এলাকায় পৌঁছাতে মিলছে না নৌকা।

জানা গেছে, জেলার সবকটি (১৩টি) উপজেলার বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। লাখো মানুষ হয়ে পড়েছে পানিবন্দি। অব্যাহত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img