মঙ্গলবার, মে ৭, ২০২৪

যদি এক এমপিকে সামলাতে না পারে, ৩০০ জনকে কীভাবে সামলাবে ইসি: প্রশ্ন মোশারফের

বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন বলেছেন, কুমিল্লার একজন এমপিকে সামলাতে পারল না নির্বাচন কমিশন (ইসি)। একজন এমপিকে যদি সামলাতে না পারে, তাহলে তিনশ’ এমপিকে কীভাবে সামলাবে বর্তমান কমিশন? নির্বাচন কমিশন তাদের কথা এরই মধ্যে পরিবর্তন করেছে। ইসি বলেছে- ভোট হয়ে গেছে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।

বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি।

মোশারফ হোসেন বলেন, কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে সাক্কু এগিয়ে থাকলেও শেষ মুর্হূতে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএমে যদি স্বচ্ছতা আনা না যায় তাহলে বাংলাদেশের মানুষের নূন্যতম বিশ্বাস থাকবে না।

তিনি বলেন, দেশে বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি হয়। আর মেগা প্রকল্পে অনেকেই দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে যায়। বাজেটে জনকল্যাণের জন্য কিছুই স্থান পায়নি। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে, স্বস্তির কোনও কথা নেই বাজেটে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img