ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেছেন, দখলদার ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিপ্লব অনিবার্য এবং এটি সময়ের ব্যাপার মাত্র।
হামাসের মুখপাত্র ফুজি বারহুম বলেন, ইহুদিবাদী ইসরাইলের উস্কানিমূলক তৎপরতা, তাদের হুমকি এবং সন্ত্রাসবাদ কোনো কিছুই ফিলিস্তিনিদেরকে প্রতিরোধ সংগ্রামের পথ থেকে দুরে সরাতে পারবে না।
তিনি বলেন, বিশ্বের মুসলমানরা ফিলিস্তিন ইস্যুকে কখনোই ভুলে যাবে না এবং ইসলামের প্রথম কেবলা আল আকসা মসজিদ তাদের হৃদয়ে থাকবে।
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পশ্চিম তীরের কর্মকর্তাদের পদক্ষেপ এবং প্রতিবাদ বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে মুখপাত্র বারহুম বলেন, এসব পদক্ষেপ প্রমাণ করে যে প্রতিরোধ সংগ্রাম ফিলিস্তিনি জনগণের রক্তের সঙ্গে মিশে আছে। ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনের সব প্রতিরোধকামী শক্তিগুলোর সামর্থ্য ব্যবহার করে তাদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মুখপাত্র ফুজি বারহুম।
সূত্র: পার্সটুডে