বুধবার | ৯ জুলাই | ২০২৫

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৪১ জনের মৃত্যু

spot_imgspot_img

তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবে এক শিশুসহ অন্তত ৪১ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে অভিযাত্রীদের নিয়ে স্ফ্যাক্স শহর থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি।

দুর্ঘটনায় অন্তত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড বাহিনী। প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহতরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার (১৬ এপ্রিল) যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

আন্তর্জাতিক সংস্থাগুলোর জরিপে দেখা গেছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে মারা গেছেন। চলতি বছরই ভূমধ্যসাগরে প্রাণ হারান আরও ৪০৬ জন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img