শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

গাজ্জায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে ইসরাইল: ইইউ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বিরামহীন হামলায় ফিলিস্তিনের গাজ্জায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে ভেঙে পড়েছে ওই উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।

এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে, গাজ্জায় মানবিক সহায়তায় বাধা দিচ্ছে দখলদার ইসরাইল। এ বিষয়ে প্রমাণ রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল বলেছেন, ইসরাইল গাজ্জায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে এবং তাদের এই কর্মকাণ্ডের প্রমাণও রয়েছে।

ইইউয়ের শীর্ষ এই কূটনীতিক এর আগেও বলেছিলেন, গাজ্জায় যুদ্ধের অস্ত্র হিসাবে অনাহারকে ব্যবহার করছে ইসরাইল।

আমেরিকার পিবিএস টেলিভিশনে তিনি বলেন, যদি মানুষ অনাহারে থাকে। অনাহারে কেন থাকবে? সেখানে ওই লোকদের সাহায্য করার জন্য কোনও মানবিক সহায়তাই নেই? এবং কেন (এই পরিস্থিতি তৈরি হয়েছে)? কারণ ইসরাইল সীমান্ত নিয়ন্ত্রণ করছে এবং মানবিক সহায়তা পৌঁছতে দিচ্ছে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img