বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস মাদরাসায় পালন করার সময় কেকের পরিবর্তে ‘ব্যঙ্গাত্মকভাবে’ পাউরুটি কেটে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক মাদরাসার সুপারকে আটক করা হয়েছে। এছাড়াও
তার সহকারী শিক্ষক গোলাম কবিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফেসবুকে লাইভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দৃশ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিতর্কিত করা লক্ষ্যে ব্যাঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে উদযাপন করছিল মাদরাসার সুপার আব্দুস সামাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ আইডি থেকে লাইভ দেখাচ্ছিল ওই মাদরাসার সহকারী শিক্ষক গোলাম কবীর। স্থানীয়রা তা ফেসবুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে মাদরাসার সুপার আব্দুস সালাম ও শিক্ষক গোলাম কবিরকে পুলিশ আটক করে গোমস্তাপুর থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।