বগুড়ার আদমদীঘিতে রুবেল হোসেন নামে এক ২৮ বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। নিহত রুবেল হোসেন আদমদীঘি উপজেলার শাল গ্রামের শামছুল ইসলামের ছেলে।
বুধবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে পুলিশ ধানক্ষেত থেকে রুবেল হোসেনের লাশ উদ্ধার করেছে।
জানা যায়, রুবেল হোসেন আদমদীঘির পার্শ্ববর্তী তিলকপুরে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তবে বাবা মা’কে দেখার জন্য মাঝে মধ্যেই শালগ্রামে যাতায়াত করতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি শালগ্রামে বাবা-মার সাথে দেখা করে তিলকপুরের উদ্দেশে রওনা দেন। কিন্তু রাতে তিনি আর তিলকপুরে ফেরেননি।
বুধবার সকালে শালগ্রামের একটি ধানক্ষেতে রুবেল হোসেনের মরদেহ পাওয়া যায়। সেখানে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাত ১১টার পর দুর্বৃত্তরা রুবেল হোসেনের পথ রোধ করে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে যায়। ছিনতাইয়ের উদ্দেশে না পূর্বশত্রুতার জের ধরে রুবেলকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে।
বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, হত্যার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।