১২ রবিউল আওয়ালকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাতের দিন মেনে দিবসটিকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সেখানে বলা হয়, ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিবস। এর গুরুত্ব ওতাৎপর্য উপলব্ধি করে এদিনে বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি ভবন ও অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
একইভাবে বিদেশি কূটনৈতিক মিশন ও দূতাবাসগুলোতেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।