শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে। সেখানে এখন বৈরী আবহাওয়ার মধ্যেই হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর এবং সমুদ্র সৈকত ছেড়ে পালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এই ফিলিপাইনে টাইফুন আঘাত হানে।
আবহাওয়া সংস্থা বলছে, টাইফুন রাইয়ের বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬৫ কিলোমিটার (১০২ মাইল)। এটি ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের বির্স্তীর্ণ দ্বীপ পুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। এতে বাতাসের ধ্বংসাত্মক গতি এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি বাতাসের গতি ঘন্টায় ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, প্রশান্ত মহাসাগর জুড়ে ঝড়ের তান্ডবে ৪৫ হাজারের বেশি মানুষ জরুরি আশ্রয় চেয়েছে। বড়দিনের প্রাক্কালে দেশের বিখ্যাত সমুদ্র সৈকতে জড়ো হওয়া দেশীয় পর্যটকরাও সৈকত ত্যাগ করছে। কোভিড-১৯ এর কারণে বিদেশী পর্যটকদের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। -বাসস।